CDMS Case Entry User Manual:

 

কেস ডায়েরী তৈরীর নিয়ম

কেস ডায়েরীতে ক্লিকCreate ক্লিকফলোআপ এন্ট্রি (প্রধান ফলোআপ সিলেক্টউপ-ফলোআপ সিলেক্টতারিখ সিলেক্টSave এ ক্লিক।)কেস  ডায়েরীর নং সিলেক্টকেস ডায়েরীর তারিখ সিলেক্টCreate ক্লিকলিপিবদ্ধ করণের নং ক্লিকলিপিবদ্ধ করণের সময় লিখতে হবে লিপিবদ্ধ করনের স্থান লিখতে হবেলিপিবদ্ধ করনের সারাংশ লিখতে হবে বিস্তারিত লিখতে হবেতারপর Save এ ক্লিক একই নিয়মে একাধিক সিডির কাজ করা যাবে।

 

অনুসন্ধান স্লিপ তৈরীর নিয়ম

অনুসন্ধান স্লিপ এ ক্লিকCreate ক্লিকপ্রেরক থানার ক্রমিক নং লিখতে হবেপ্রেরণের তারিখ সিলেক্ট করতে হবে আসামীর নাম এর উপরে ডবল ক্লিক করলে কাঙ্খিত আসামী বাম ঘর হতে ডান ঘরে স্থানান্তরিত হবেঅফিসার ইনচার্জ এর নাম সিলেক্ট করতে হবে মন্তব্য থাকলে লিখতে হবে প্রাপক জেলা/ইউনিটের নাম সিলেক্ট করতে হবে প্রাপক থানার নাম সিলেক্ট করতে হবে সবশেষে Create ক্লিকতাহলে অনুসন্ধান স্লিপ তৈরী হয়ে যাবে।

 

জব্দ তালিকা তৈরীর নিয়ম

জব্দ তালিকাতে ক্লিক করতে হবে Create ক্লিকফলোআপ এন্ট্রি (প্রধান ফলোআপ সিলেক্টউপ-ফলোআপ সিলেক্টতারিখ সিলেক্টSave এ ক্লিক।) জব্দ করার তারিখ সিলেক্ট করতে হবেজব্দ করার সময় লিখতে হবেজব্দ করার স্থান লিখতে হবেব্যক্তির আইডি লিখে বাহিরে ক্লিক করলেই কাঙ্খিত ব্যক্তিটি চলে আসবেCreate Seizer List এ ক্লিক জব্দ তালিকা এন্ট্রি ফরমে জব্দ তালিকা সিলেক্ট মালামালের নাম সিলেক্ট(লিষ্টে যদি মালামালের নাম না থাকে তাহলে Add হতে মালামালের নাম যুক্ত করতে হবে)মালামালের বর্ণনা লিখতে হবে মালামালের ধরন সিলেক্ট করতে হবেনিচের তথ্যগুলোর মধ্যে যে সকল তথ্য জানা আছে সেগুলো পূরণ করতে হবেঅতঃপর Create ক্লিক তাহলে জব্দ তালিকা তৈরী হয়ে যাবে।

গ্রেফতার দেখানোর নিয়মাবলী

গ্রেফতার এ ক্লিক করতে হবে Create ক্লিকফলোআপ এন্ট্রি (প্রধান ফলোআপ সিলেক্টউপ-ফলোআপ সিলেক্টতারিখ সিলেক্টSave এ ক্লিক।) গ্রেফতারের ধরন সিলেক্ট গ্রেফতারকৃত ব্যক্তি সিলেক্ট গ্রেফতারকারী অফিসারের নাম সিলেক্ট গ্রেফতারের তারিখ সিলেক্ট গ্রেফতারের স্থান লিখতে হবে Save এ ক্লিক করতে হবে অতপর আসামী গ্রেফতার দেখানো হয়ে যাবে একই নিয়মে একাধিক ব্যক্তিকে সফ্টওয়ারে গ্রেফতার দেখানো যাবে।

 

আসামী চালান তৈরীর নিয়মাবলী

আসামী চালানে ক্লিক করতে হবেCreate ক্লিকফলোআপ এন্ট্রি (প্রধান ফলোআপ সিলেক্টউপ-ফলোআপ সিলেক্টতারিখ সিলেক্টSave এ ক্লিক।) আসামী চালানের তারিখ ও সময় সিলেক্ট করতে হবে গ্রেফতারের তারিখ সিলেক্টআসামীদের নাম এর ঘরে যার আসামী চালান তৈরী করতে হবে তার নামের উপরে ডবল ক্লিক করলে কাঙ্খিত আসামী বাম ঘর হতে ডান ঘরে স্থানান্তরিত হবেস্কট পার্টির নাম ও পদবী লিখতে হবে গন্তব্য স্থান লিখতে হবেআসামী গ্রহণের তারিখ ও সময় সিলেক্ট করতে হবে এক্ষেত্রে ফলোআপ এন্ট্রি  করতে হবে (প্রধান ফলোআপ সিলেক্টউপ-ফলোআপ সিলেক্টতারিখ সিলেক্টSave এ ক্লিক।) আসামীদের সংখ্যা লিখতে হবে Create ক্লিক করলে আসামী চালান তৈরী হয়ে যাবে।

বিভিন্ন আবেদন তৈরী করার নিয়মাবলী

বিভিন্ন আবেদনে ক্লিক করতে হবে Create ক্লিকআবেদনের তারিখ সিলেক্ট করতে হবে আদালতের নাম সিলেক্ট করতে হবেকোর্টের নাম সিলেক্ট করতে হবে পত্রের ধরন সিলেক্ট করতে হবে (যেমন রিমান্ডের আবেদন হলে রিমান্ডের আবেদন সহ আসামী কোর্টে প্রেরণ)আবেদনকারী অফিসারের নাম  সিলেক্ট করতে হবেগ্রেফতারের তারিখ সিলেক্ট করতে হবেআসামীদের নাম সিলেক্ট করে তারউপর ডবল ক্লিক করতে হবেরিমান্ডের ক্ষেত্রে কত দিনের রিমান্ড লিখতে হবেপূর্ণবাক্যে মন্তব্য লিখতে হবে অতএব কলামে লিখতে হবেতারপর Create ক্লিকএরপরেই আবেদনটি তৈরী হয়ে যাবে।

 

সুপারভিশন নোট তৈরী করার নিয়মাবলী

সুপারভিশন নোটে ক্লিক করতে হবেCreate ক্লিকফলোআপ এন্ট্রি (প্রধান ফলোআপ সিলেক্টউপ-ফলোআপ সিলেক্টতারিখ সিলেক্টSave এ ক্লিক।) সুপার ভিশন নোটের তারিখ সিলেক্ট করতে হবে ফরমের নিচে বর্ণিত ছক গুলো পূরণ করে Create ক্লিক করলেই সুপার ভিশন নোট তৈরী হয়ে যাবে।

 

 

নতুন আসামী যোগ করার নিয়মাবলী

 নতুন আসামী যোগে ক্লিক করতে হবেCreate ক্লিকভূমিকা হতে ঐ ব্যক্তির ভূমিকা সিলেক্ট করতে হবে ব্যক্তির আইডি লিখতে হবেসিরিয়াল নং লিখতে হবেবিস্তারিত ভুমিকা, মন্তব্য, চাহিত, গ্রেফতারকৃত , ডিটেনশন জানা থাকলে ঘর গুলো পূরণ করে Create ক্লিক করতে হবেঅতঃপর নতুন আসামী নির্ধারিত মামলায় যোগ হয়ে যাবে।

 

সাক্ষ্যের স্মারকলিপি তৈরী করার নিয়মাবলী

সাক্ষ্যের স্মারকলিপিতে ক্লিক করতে হবেCreateক্লিক Create ক্লিক করার পর যে ফরমটি আসবে সেখানে স্বাক্ষ্যের স্মারকলিপি এন্ট্রির তারিখ সিলেক্টফরমের নিচে প্রদত্ত ঘরগুলো সঠিক ভাবে নির্দেশনা অনুযায়ী পুরণ করতে হবেCreate ক্লিক করতে হবে অতঃপর সাক্ষ্যের স্মারকলিপি তৈরী হয়ে যাবে।

 

তদন্তে ফলাফল তৈরী করার নিয়মাবলী

তদন্তের ফলাফলে ক্লিক করতে হবে Create ক্লিকফলোআপ এন্ট্রি (প্রধান ফলোআপ সিলেক্টউপ-ফলোআপ সিলেক্টতারিখ সিলেক্টSave এ ক্লিক।) প্রতিবেদনের তারিখ সিলেক্ট প্রতিবেদনের ধরন সিলেক্টপ্রতিবেদন নং লিখতে হবেপ্রতিবেদন জমাদান কারী অফিসার সিলেক্ট করতে হবে (এক্ষেত্রে প্রতিবেদন জমাদানকারী ঘরের বাম পার্শ্বে ‘’ চিহ্নটিতে ক্লিকতারপর ফাকা ঘরে ঐ কর্মকর্তার বিপি নং দিয়ে সার্চ করলে কর্মকর্তার নাম চলে আসবেতারপর ক্লিক করতে হবে)মালামালের বিবরণ লিখতে হবেপ্রতিবেদনের বিবরণ লিখতে হবে যদি কোন সময় মামলার থিম পরিবর্তন হয় তাহলে মামলার থিম পরিবর্তন হতে থিম সিলেক্ট করে Update Theme এ ক্লিক করতে হবে তাহলেই থিম চেঞ্জ হয়ে যাবেঅতঃপর ব্যক্তির ঘরে প্রতিটি ব্যক্তি সিএস এ থাকবে কি থাকবে না সেটি নির্দিষ্ট করে দিতে হবে ( যেমনঃ কোন এজাহারকৃত আসামী যদি সিএসএ থাকে তাহলে এফআইআর-চার্জশীট সিলেক্ট করতেহবেএজাহারকৃত আসামী যদি সিএস এ না থাকে সেক্ষেত্রে এফআইআর সিলেক্ট করতেহবেআর যদি কোন আসামী চার্জশীটে নতুন যুক্ত হয় সেক্ষেত্রে চার্জশীটে নতুন যুক্ত সিলেক্ট করতে হবে)আসামীর ক্রম যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে সিএস নং এ ফাকা ঘরে সঠিকভাবে ক্রমিক নং লিখতে হবে(যেমন এজাহারে ১ নাম্বার আসামী চার্জশীটে ৩নম্বার হলে সেক্ষেত্রে সিএস নং এর ফাকা ঘরে ঐ আসামীর পার্শ্বে ৩ লিখতে হবে) ধারার ক্ষেত্রে যদি কোন চেঞ্জ হয় তাহলে নতুন আইন ও ধারা যোগ করতে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবেতারপর একই নিয়মে ধারা সিলেক্ট করতে হবে এবং যদি নতুন ধারা যোগ হয় তাহলে এড আইন ও ধারাতে ক্লিক করে নতুন ধারা যোগ করতে হবেসবশেষে Create ক্লিক করতে হবেঅতঃপর চার্জশীট তৈরী হয়ে যাবে।

 

গাড়ী হারানো উদ্ধার সংক্রান্ত তথ্য এন্ট্রির নিয়মাবলী

গাড়ী হারানো ও উদ্ধার এ ক্লিক করতে হবেগাড়ীর প্রকার সিলেক্ট করতে হবে হারানো প্রকার সিলেক্ট করতে হবেগাড়ীর নাম সিলেক্ট করতে হবে গাড়ীর বিবরণ লিখতে হবেগাড়ীর মালিকের নাম লিখতে হবে গাড়ীর মালিকের ঠিকানা লিখতে হবেমালিকের মোবাইল নম্বরউদ্ধারের তারিখউদ্ধারের স্থানউদ্ধারকারীর নামউদ্ধারকারীর ঠিকানামন্তব্য যদি থাকে লিখতে হবেঅন্যান্য তথ্য যদি থাকে তাহলে পূরণ করতে হবে তারপর Create ক্লিক করতে হবে।

 

ডকুমেন্ট যোগ করার নিয়মাবলী

মামলা সংক্রান্তে কোন প্রকার ডকুমেন্ড (যেমন- ছবি, প্রয়োজনীয় দলিলাদী ইত্যাদি) যোগ করার প্রয়োজন হলে প্রথমে ডকুমেন্টটি স্ক্যান করে নিয়ে সেটি কোন একটি নির্দিষ্ট ড্রাইভে সেভ করে রাখতে হবেতারপর ডকুমেন্ট যোগ এ ক্লিক করতে হবে ডকুমেন্টের শিরোনাম লিখতে হবেডকুমেন্টের ধরন সিলেক্ট করতে হবে ডকুমেন্ট ব্রাউজার এ ক্লিক করতে হবেনির্দিষ্ট ড্রাইভে গিয়ে নির্ধারিত ডকুমেন্টের উপর ক্লিক করে অপেন এ ক্লিক করতে হবেতারপর Create ক্লিক করতে হবে।


মামলা এন্ট্রি করার নিয়ম

মামলা এন্ট্রি করার জন্য প্রথমে রেজিস্টার সমূহ মেনু থেকে ইনফরমেশন রিপোর্ট এ ক্লিক করতে হবেইনফরমেশন রিপোর্ট ক্লিক করার পর যে পেজটি অপেন হবে সেখানে   Create এ ক্লিক করতে হবে Create এ ক্লিক  করার পর যে পেজটি অপেন হবে তাতে তথ্য নামের ফরমে প্রত্যেকটি কলাম নির্ভুলভাবে পূরণ করে  Create এ ক্লিক করতে হবে Create ক্লিক করার পর কালো একটি বক্সে Action process লেখা আসলে বুঝতে হবে মামলাটি সেভ হয়েছে এবং সেই সাথে বাম পাশে কলামে সূত্রের ঘরে মামলার নাম্বার, তারিখ সহ একটি ইংরেজীতে সংখ্যা ও ইংরেজী বর্ণ সম্বলিত নাম্বার আসবেএই নাম্বারটি হচ্ছে সিডিএমএস প্রদত্ত নাম্বার এই নাম্বারটি সংরক্ষন করতে হবে          

 

আইন ও ধারা যোগ

আইন ও ধারা যোগ অপশনে ক্লিক করলে যে ফরমটি আসবে সেখান থেকে আইন ক্লিক করলে আইনের তালিকা আসবে  আইন সিলেক্ট করতে হবে ধারা সিলেক্ট করতে হবে অফফ এ ক্লিক করতে হবে তাহলে আইন ও ধারা যোগ হয়ে যাবেযদি একাধিক আইন ও ধারা থাকে তাহলে একইভাবে প্রতিটি আলাদা আলাদা ভাবে উপরের পদ্দতি অনুসরন করে আইন ও ধারা যোগ করতে হবে।

 

তদন্তকারী কর্মকর্তা যোগ

তদন্তকারী কর্মকর্তা যোগ অপশনে ক্লিক করলে যে ফরমটি আসবে তাতে তদন্তকারী কর্মকর্তার ঘরে নীল চিহ্নিত গোল এরো চিহ্নর উপরে ক্লিক করতে হবে কর্মকর্তার নাম বিপি নং সম্বলিত একটি তালিকা আসলে সেখানে কর্মকর্তার বিপি নম্বরের ঘরে বিপিনম্বর লিখে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পর কর্মকর্তার নাম আসলে নামের উপরে ক্লিক করতে হবেক্লিক করলে নাম অটোমেটিক কর্মকর্তার ঘরে বসে যাবে তদন্ত শুরুর তারিখ দিতে হবেএরপর Saveএ ক্লিক করতে হবে তাহলে তদন্তকারী কর্মকর্তা যোগ হয়ে যাবে।

 

তদন্তকারী সংস্থা যোগ

তদন্তকারী সংস্থার ঘরে ক্লিক করলে সকল সংস্থার নাম সম্বলিত একটি তালিকা আসলে সেখান হতে সংস্থার নাম (পুলিশ / র‌্যাব / পিবিআই ইত্যাদি) সিলেক্ট করতে হবে এরপর Saveএ ক্লিক করতে হবে তাহলে তদন্তকারী সংস্থা যোগ হয়ে যাবে।

 

ঘটনাস্থল যোগ

তারপর ঘটনাস্থল যোগ করতে হবেথানা সিলেক্ট করতে হবেইউনিয়ন সিলেক্ট করতে হবেগ্রামের নাম সিলেক্ট করতে হবেস্পট সিলেক্ট করতে হবেপুলিশ স্টেশন হতে দুরত্ব লিখতে হবেপুলিশ স্টেশন হতে দিক সিলেক্ট করতে হবে এরপর অন্যান্য তথ্যাদি, চৌহদ্দি জানা থাকলে লিখতে হবেএরপর Saveএ ক্লিক করতে হবেতাহলে ঘটনাস্থল যোগ হয়ে যাবে।

 

ব্যক্তি যোগ

প্রথমে ব্যাক্তির আইডি ঘরে ব্যক্তিএন্ট্রির সময় যে নাম্বারটি প্রাপ্ত হয়েছিল  সেই নাম্বারটি লিখতে হবে তারপর নামের ঘরে ক্লিক করতে হবে এরপর কাংখিত ব্যাক্তির নাম ঐ ঘরে অটোমেটিক চলে আসবে ব্যক্তির ভুমিকার ঘরে ক্লিক করতে হবে ব্যাক্তির ভমিকার ঘরে ক্লিক করলে একটি তালিকা আসলে সেখান থেকে (এই মামলার সাথে ব্যক্তির সর্ম্পক কি  যেমন এই ব্যক্তিটি মামলার বাদী হলে বাদী, আসামী হলে এজাহারে অভিযুক্ত) সিলেক্ট করতে হবেক্রমিক নং দিতে হবেঅন্যান্য তথ্যাদি যদি থাকে তাহে সঠিক ভাবে পুরণ করতে হবেএরপর Saveএ ক্লিক করতে হবে তাহলে এই ব্যক্তিটি যোগ হয়ে যাবেএকই ভাবে এক বা একাধিক ব্যাক্তি যোগ করা যায় প্রতিটি ক্ষেত্রেই উপরোক্ত নিয়মাবলী অনুসরন করতে হবে।

 

     উপরোক্ত নিয়মাবলী অনুসরন করে একটি মামলার প্রাপ্ত অভিযোগ হতে পূর্নাঙ্গ এজাহার সিডিএমএস সফ্টওয়্যারে এন্ট্রি করা যায়। উপরোক্ত সবগুলো ধাপ অনুসরন করার পর ঐ পেজের সবার উপরে মামলার সূত্রের ঘরে CDMS Report/FIR Reportএর উপরে ক্লিক করলে একটি পূর্নাঙ্গ এজাহারে অনুরূপ এজাহার তৈরি হয়ে যাবে। তারপর সেটা প্রিন্ট দিতে হবে।

 

 

 

সার্চমেনু

 

আসামী চালান রিপোর্ট সার্চ

আসামী চালান রিপোর্টে ক্লিক করতে হবেজেলা কোর্টের নাম সিলেক্টথানার নাম সিলেক্টগ্রেফতারের তারিখ হইতে গ্রেফতারের তারিখ পর্যন্ত সিলেক্ট করতে হবেSubmit এ ক্লিক করতে হবে তাহলে নিচে আপনার কাঙ্খিত আসামী চালানটি চলে আসবে।

 

ব্যাক্তি সার্চ করার পদ্ধতি:

এডভান্স ব্যক্তি সার্চ

প্রথমে হোম পেজ থেকে সার্চ মেনুতে ক্লিক করতে হবে তারপর সার্চ মেনু থেকে এ্যাডভান্স ব্যাক্তি সার্চ অপশনে ক্লিক করতে হবে তারপর প্রাপ্ত ছকে নাম, পিতার নাম লিখতে হবে (এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে নাম ও পিতার নামে ক্ষেত্রে পুরো নাম না লিখে সংক্ষিপ্ত নাম লিখতে হবে তারপর দেশ, জেলা, থানা সিলেক্ট করতে হবেতারপর ঐ ছকে সার্চ অপশনে ক্লিক করতে হবে।

*** সার্চ করার পর যদি কাক্ষিত ব্যাক্তিটি প্ওায়া যায় তাহলে আর নতুন করে ঐ ব্যাক্তি সফট্ওয়ারে এন্ট্রি করা যাবে না। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ঐ ব্যাক্তিটিকে নতুন করে এন্ট্রি দিতে হবে।

 

এডভান্স মামলা সার্চ

এডভান্স মামলা সার্চ অপশনে ক্লিক করতে হবে জেলা /ইউনিটের নাম সিলেক্ট করতে হবেথানার নাম সিলেক্ট করতে হবেইনফরমেশনের ধরন সিলেক্ট করতে হবে (যেমন-এফআইর, জিডি, জিআর)ইনফরমেশনের নাম্বার লিখতে হবেএক্ষেত্রে আরও বিভিন্ন তথ্য দিয়ে মামলা সার্চ করা যায় (যেমন- তদন্তকারী অফিসারে বিপি নাম্বার, তদন্তকারী সংস্থা, আইন, ধারা, মামলার তারিখ ইত্যাদি)তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে তাহলে কাঙ্খিত মামলটি চলে আসবে।

 

গাড়ী/মোটরসাইকেল সার্চ

গাড়ী/মোটরসাইকেল সার্চ এ ক্লিক করতে হবেরেঞ্জ সিলেক্ট করতে হবেজেলা কোর্টের নাম সিলেক্ট করতে হবে থানা সিলেক্টগাড়ীর প্রকার সিলেক্টহারানো প্রকার সিলেক্টআইটেমের বিবরন সিলেক্টহারানোর তারিখ সিলেক্টডাটা এন্ট্রির তারিখ সিলেক্ট মামলা রুজুর তারিখ সিলেক্ট (এক্ষেত্রে অবশ্যই যে সকল তথ্য গুলো সঠিকভাবে জানা আছে সেই তথ্যগুলো কেবলমাত্র সিলেক্ট করতে হবে) সার্চ অপশনে ক্লিক করতে হবে তাহলেই কাঙ্খিত ডাটা চলে আসবে।

 

নিখোজ ব্যক্তি সার্চ

নিখোজ ব্যক্তি সার্চ এ ক্লিক করতে হবেব্যক্তির নাম লিখতে হবেপিতার নাম লিখতে হবেঠিকানা সিলেক্ট করতে হবেঐ ব্যক্তির শারীরিক গঠন যেমনঃ চোখ, চুল, দাড়ি, লিঙ্গ, গলা, উচ্চতা, ওজন ইত্যাদি সিলেক্ট করতে হবেতারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে তাহলেই কাঙ্খিত ব্যক্তিটি চলে আসবে।

 

ফলোআপ অনুসারে মামলা সার্চ

ফলোয়াপ অনুসারে মামলা সার্চ এ ক্লিক করতে হবেজেলা/কোর্টের নাম সিলেক্টথানার নাম সিলেক্টইনফরমেশন ধরন সিলেক্টইনফরমেশন নাম্বার লিখতেহবেতারিখ লিখতে হবেপ্রধান ফলোয়াপ সিলেক্টউপফলোয়াপ সিলেক্টতারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে তাহলে নির্দিষ্ট ব্যক্তিটি চলে আসবে।

 

বৈধ অস্ত্র সার্চ

বৈধ অস্ত্র সার্চ এ ক্লিক করতে হবেব্যক্তির নাম লিখতে হবেপিতার নাম লিখতেহবেপিজিআইডি নাম্বার লিখতে হবে (যদি থাকে) জেলা সিলেক্টথানা সিলেক্টলাইসেন্স নং লিখতে হবেঅস্ত্রের নম্বর লিখতে হবেঅস্ত্রের ধরণ সিলেক্ট করতে হবেপ্রস্তুতকারী দেশ সিলেক্ট করতে হবে তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।

 

ব্যক্তি খুজুন মামলার থিম অনুসারে

ব্যক্তি খুজুন মামলার থিম অনুসারে অপশনে ক্লিক করতে  হবেমামলার থিম (যেমনঃ জিডি, ডাকাতি, চুরি, ছিনতাই, ধষর্ণ ইত্যাদি) সিলেক্ট করতে হবেমামলার থিমে ডাকাতি সিলেক্ট করলে কতজন ডাকাত আছে সবার নামের তালিকা চলে আসবে।

 

আইন অনুসারে মামলার সংখ্যা

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (ক্রাইম) হয়ে আইন অনুসারে মামলার সংখ্যায় ক্লিক।

 

ক্রাইম ক্লোক এবং ড্যাসবোর্ড

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (ক্রাইম) হয়ে ক্রাইম ক্লোক এবং ড্যাসবোর্ড এ ক্লিক।

 

গ্রেফতার ক্লোক এবং ড্যাসবোর্ড

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (ক্রাইম) হয়ে রগ্রেফতার ক্লোক এবং ড্যাসবোর্ড এ ক্লিক।

 

দিন ভিত্তিক রুজুকৃত মামলা অনুসন্ধান

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (ক্রাইম) হয়ে দিন ভিত্তিক রুজুকৃত মামলা অনুসন্ধান

এ ক্লিক।

 

দিন ভিত্তিক রুজুকৃত মামলা অনুসন্ধান (ধরন অনুসারে)

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (ক্রাইম) হয়ে দিন ভিত্তিক রুজুকৃত মামলা অনুসন্ধান (ধরন অনুসারে) এ ক্লিক রেঞ্জ এর ঘরে রেঞ্জ এর নাম এবং জেলার ঘরে জেলার নাম লিখে নিদিষ্ট তারিখ সিলেক্ট করে Show Report এ ক্লিক।

 

বন্ধুক লাইসেন্স রেজিষ্টার

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (ক্রাইম) বন্ধুক লাইসেন্স রেজিষ্টার এ ক্লিক । ব্যাক্তি আইডির ঘরে ব্যক্তি আইডি জেলার ঘরে নিদিষ্ট জেরা সিলেক্ট থানার নাম সিলেক্ট অবস্থা সিলেক্ট লাইসেন্স এর ঘরে বন্ধুকের লাইসেন্স নং লিখতে হবে তারপর লাইসেন্স এর তারিখ সিলেক্ট করে দিতে হবেঅস্ত্রের নম্বর-প্রস্তুতকারী দেশ-অস্ত্রের ধরন-অস্ত্রের বিবরণ নবায়নের তারিখ - যদি কোন মন্তব্য থাকে তাহলে মন্তব্যর ঘরে লিখে Create-এ ক্লিক।

 

মাসিক অপরাধ পরিসংখ্যান

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (ক্রাইম) হয়ে  জেলা/কোর্টের ঘরে জেলার নাম সিলেক্ট মাস/তারিখ এর ঘরে তারিখ সিলেক্ট করে Submit ক্লিক।

 

মাসিক পরোয়ানার তামিল সংক্রান্তে পরিসংখ্যান

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (ক্রাইম) হয়ে জেলা/কোর্টের ঘরে জেলার নাম সিলেক্টমাস/তারিখ এর ঘরে তারিখ সিলেক্ট করে Submit ক্লিক।

 

স্পেশাল রিপোর্ট (মনিটরিং)

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (মনিটরিং) হয়ে User Audit Log এ ক্লিক

 

ইউজার অনুসারে প্রতিদিনের এন্ট্রিকৃত মামলার সংখ্যা

রিপোর্ট সমূহে ক্লিক স্পেশাল রিপোর্ট (মনিটরিং) হয়েইউজারঅনুসারেপ্রতিদিনেরএন্ট্রিকৃতমামলাসংখ্যায়ক্লিক এরপরজেলা,থানা,বিপিনাম্বারদিয়েসাচ এ ক্লিক